চীনের গুয়াংশিতে ১৩২ আরোহী নিয়ে একটি বোয়িং ৭৩৭ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ মার্চ) গুয়াংশির পর্বতমালায় বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি।

চীনে ১৩২ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

সিসিটিভির বরাত দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, ১৩২ আরোহী বহনকারী চায়না ইস্টার্ন এয়ারলাইনসের ওই বিমানটি দুর্ঘটনার শিকার হয়েছে এবং বিধ্বস্ত হওয়ার পর বিমানটিতে আগুন ধরে যায়।  

এদিকে এ দুর্ঘটনায় কোনো হতাহত বা প্রাণহানি হয়েছে কি না, এখন পর্যন্ত তা জানা যায়নি। রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, চীনে এই বিমান দুর্ঘটনার একটি ফুটেজ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ফুটেজটি দুর্ঘটনায় পড়া বিমানটির কি না তা নিশ্চিত হওয়া যায়নি।  

সূচি অনুযায়ী, সোমবার (২১ মার্চ) চীনের ইস্টার্ন এয়ারলাইনসের মালিকানাধীন বিমানটির কুনমিং থেকে গুয়াংজু যাওয়ার কথা ছিল বলে উল্লেখ করা হয়েছে রয়টার্সের খবরে। 

সিসিটিভি জানিয়েছে, এ দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়েছে। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। 

Post a Comment