দীর্ঘ বিরতি দিয়ে শীত বাড়ার সঙ্গে সঙ্গে জার্মানিতে আবারো বাড়ছে করোনা সংক্রমণ। গত দুইদিনে নতুন করে ৭০ হাজারের বেশি মানুষ সংক্রমিত হওয়ায় অস্বস্তিতে দেশটির স্বাস্থ্য বিভাগ।

এক দিনেই ৩৭ হাজার করোনা রোগী শনাক্ত, আতঙ্কিত জার্মান প্রবাসীরা
টিকা নিতে অনাগ্রহের কারণেই এই চিত্র বলছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। দীর্ঘ বিরতি দিয়ে জার্মানিতে আবারো করোনায় আক্রান্তের সংখ্যা আশংকাজনক হারে বেড়ে যাওয়ায় শঙ্কিত দেশটির সাধারণ নাগরিকসহ প্রবাসীরা। 
 শুধুমাত্র গত ২৪ ঘণ্টায় জার্মানির রবার্ট কক ইন্সটিটিউট এর তথ্য বলছে দেশজুড়ে সংক্রমিত হয়েছেন ৩৭ হাজারেরও বেশী মানুষ। হঠাৎ সংক্রমণের উচ্চ মাত্রার হারে দিশেহারা দেশটির সাধারণ নাগরিকরা। 
তবে সবচেয়ে বেশী আক্রান্ত হয়েছেন হেসেন ও বায়ার্ন অঙ্গরাজ্যের বাসিন্দারা। প্রবাসী বাংলাদেশিরা বলেন, বর্তমানে করোনা জার্মানিতে যেভাবে বাড়ছে তাতে আমরা শঙ্কিত।
 
 বাংলাদেশি কমিউনিটির যারা রয়েছে সবার প্রতি আমাদের অনুরোধ স্বাস্থ্য সচেতন থাকবেন। এদিকে করোনার টিকা প্রদান কার্যক্রম শুরুর পর থেকেই টিকার দুই ডোজ নিয়েছেন এমন মানুষের সংখ্যা দেশটির মোট জনসংখ্যার শতকরা ৬৭ শতাংশ। 
 
বাকী নাগরিকদের টিকার আওতায় না আনা গেলে সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকানো অসম্ভব মনে করছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পাহন। তাই টিকা গ্রহণে সাধারণ নাগরিকদের এগিয়ে আসার আহবান ছিল সবার কণ্ঠে।

Post a Comment