শেষ পর্যন্ত কোম্যান অধ্যায় শেষ হলো বার্সেলোনায়। টানা ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারছিলেন না ডাচ এই কোচ। তাতে শঙ্কা বাড়ছিল রোনাল্ড কোম্যানের চাকরি নিয়েও। অনেক দিনের গুঞ্জন শেষ পর্যন্ত সত্যি হয়েছে। রায়ো ভায়োকানোর বিপক্ষে ১-০ গোলে হারের পর চাকরি হারিয়েছেন ডাচ এই কোচ। এরপর থেকেই আলোচনায় আসে, কে হবেন কাতালান ক্লাবটির নতুন কোচ।

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

এই তালিকায় সবচেয়ে জোরেশোরে শোনা যাচ্ছে জার্ভি হার্নান্দেজের নাম। বার্সেলোনার এই কিংবদন্তি বর্তমানে আছেন কাতারের ক্লাব আল সাদের কোচের দায়িত্বে। শিগগিরই তার কাঁধে বার্সেলোনার দায়িত্ব তুলে দেওয়া হবে বলে দাবি গণমাধ্যমগুলোর।

তবে এখন আল সাদের চাকরি নিয়েই বেশি মনোযোগী জাভি। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে জাভি বলেছেন, ‘আমাদের বিশ্রাম করার সুযোগ নেই। আমরা অপরাজিত থেকে শীর্ষে থাকতে চাই। আমি এখন আল সাদের হয়ে কাজের ব্যাপারে নজর দিচ্ছি, এ ছাড়া অন্য বিষয়ে কথা বলতে চাই না।’
 
জাভি বার্সার চাকরির ব্যাপারে কথা বলতে না চাইলেও দৌড়ে তিনিই এগিয়ে আছেন। এমনটিই জানাচ্ছেন ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো। তিনি বলছেন, 'জাভির সঙ্গে প্রায় সবকিছুই চূড়ান্ত হয়ে গেছে বার্সার। শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণাও আসবে বার্সেলোনার পক্ষ থেকে।'

৪১ বছর বয়সী জাভি দুই বছর ধরে আছেন আল সাদের দায়িত্বে। এই সময়ে তিনি জিতেছেন ৭টি শিরোপা। নিজেকে তরুণ কোচদের মধ্যে অন্যতম সম্ভাবনাময় হিসেবেও প্রতিষ্ঠিত করেছেন। খেলোয়াড়ি জীবনে বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স লিগসহ সম্ভাব্য প্রায় সব শিরোপা জেতা জাভি দুঃসময়ে বার্সার কাণ্ডারি হন কি না সেটাই দেখার।
 
তবে কোচ বদলালেই কি ফর্মে ফিরবে কিনা খেলোয়াড়রা তা নিয়ে প্রশ্ন রয়েই যাচ্ছে। এর মূল কারণ বার্সেলোনার সেরা খেলোয়াড় মেসি ক্লাব ছেড়ে পারি জমিয়েছেন ফ্রান্সে। এ ছাড়া আরেক তারকা ফরওয়ার্ড গ্রিজম্যান অ্যাথলেটিকোতে যোগ দিয়েছেন লোনে। যেখানে তাকে পাকাপোক্ত করার সুযোগ আছে মাদ্রিদের ক্লাবটির।
 
এদিকে বার্সেলোনার দলে ইনজুরির তালিকা দিন দিন বড় হচ্ছে। দলে ফাতি, ডি ইয়ং, দেম্বেলেসহ আরও অনেকেই আছেন ইনজুরির তালিকায়। যাদের দলে ফিরতে বেশ সময় লাগবে। আবার দলে যারা খেলছেন তাদের ফর্মও তেমন সুবিধার নয়। ফলে জাভি যদি বার্সার কোচ হন, তবে তাকে এই সমস্ত বিষয়গুলো ভোগাবে। এখন দেখার বিষয় কবে হচ্ছেন বার্সেলোনার কোচ।
 
এদিকে কোচ রোনাল্ড কোম্যান বরখাস্ত হওয়ার পর বার্সেলোনার অন্তর্বর্তীকালীন কোচ হয়েছেন সার্জি বেরহুয়ানকে।

Post a Comment